ঢাকাSaturday , 11 April 2015
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতাধর মা বলেই কথা…………………।

admin
April 11, 2015 2:49 pm
Link Copied!

একজন শিক্ষার্থীর জন্য পরীক্ষায় তার আনন্দ। তার পরেও পরীক্ষা কেন্দ্রে পাশে যদি থাকেন ক্ষমতাধর একজন মা। সে ক্ষেত্রে তো কথাই নেই। এমনই একটি ঘটনা নিয়ে মণিরামপুরে চলছে নানা মূখি গুঞ্জন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানমের একমাত্র মেয়ে আনিকা পারভিন ইভা এবারের এইচ,এস,সি পরীক্ষা দিচ্ছে। মণিরামপুর ডিগ্রী কলেজের ১৩ নম্বর কক্ষেই তার আসন। ইভার রোল ৪১৩২৩৭। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রতি পরীক্ষার দিন মেয়ের পরীক্ষা চলাকালীন সময়ে মা নাজমা খানম থাকেন পরীক্ষা কেন্দ্রের মধ্যেই। নিয়ম কানুনের তোয়াক্কা না করেই একজন জনপ্রতিনিধি যখন আইন লংঘন করে সবার নজর কাড়েন তখন তা নিয়ে রীতিমত সমালোচনা দেখা দেয়। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রে একজন দায়িত্বশীল শিক্ষক জানান, একজন জনপ্রতিনিধি কান্ড এমনি হলে কেন্দ্রের পরিবেশ রক্ষা করাই কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে কেন্দ্রের সমন্বয় কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্য্াবস্থা গ্রহন করা হবে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।