ঢাকাWednesday , 3 August 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ৯০ পিচ ইয়াবা ও দুই সহযোগীসহ রনি আটক : জেল হাজতে প্র‌েরন

Tito
August 3, 2016 4:15 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী আরিফুল ইসলাম রনি ওরফে মডেল আকাশকে ৯০ পিচ ইয়াবা ও দুই সহযোগীসহ আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাশিপুর কাঁঠালতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার অন্যতম মাদক কারবারী আরিফুল ইসলাম রনি ওরফে মডেল আকাশ পৌরশহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মঙ্গলবার রাতে মাদকের চালানের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার কাশিপুর কাঁঠালতলা এলাকায় হানা দিয়ে দুই সহযোগীসহ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সে পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসে কর্মরত উপজেলার হয়াতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। আটক সহযোগীরা হলো কাশিপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ ও তাহেরপুর গ্রামের ইউসুপ আলীর ছেলে তানভীর আহম্মেদ শাওন। পরদিন বুধবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।