ঢাকাTuesday , 9 August 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে অর্থ-আত্মসাতের দায়ে জুড়ানপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

Tito
August 9, 2016 12:51 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ

মণিরামপুরে অর্থ-আত্মসাৎ ও জালজালিয়াতির দায়ে এক প্রধান শিক্ষককে সাময়কি বরখাস্ত করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির জরুরী সভায় তার এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরশহরের জুড়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভগীরথ মোড়লের বিরুদ্ধে অর্থ-আত্মসাৎ ও শিক্ষকের স্বাক্ষর জালসহ নানাবিধ অভিযোগ ওঠে। এব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটি মৌখিক ভাবে তাকে কয়েকবার সর্তক করেন। তাতে তিনি না শুধরালে কর্তৃপক্ষ তাকে পর পর তিনটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। কিন্তু প্রধান শিক্ষক ভগীরথ মোড়ল নোটিশ গুলোর কোন সন্তোষজনক জবাব না দেওয়ায় স্কুল ম্যানেজিং কমিটি গত সোমবার জরুরী সভায় তাকে সাময়কি বহিস্কারের সিদ্ধান্ত নেয়। প্রধান শিক্ষক ভগীরথ মোড়ল বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আকরাম হোসেন জানান, প্রধান শিক্ষককে বার বার মৌখিক এবং লিখিতভাবে জানালেও সন্তোষজনক জবাব না দেওয়ায় ম্যানেজিং কমিটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, স্কুল ম্যানেজিং কমিটির সাময়িক বরখাস্তের একটা অনুলিপি পেয়েছি।

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।