ঢাকাSunday , 14 August 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের খেদাপাড়া ইউপি আ’লীগের বহিষ্কৃত সভাপতি-সম্পাদকের নামে উপজেলা সভাপতির মামলা

Tito
August 14, 2016 4:17 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। শনিবার রাতে উক্ত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানাযায়, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন ও সাধারন সম্পাদক মুজিবর রহমান সরদারকে চলতি বছরের ৯ মার্চ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। এরপর গত ১২ আগষ্ট এক পত্রে দলীয় পদবী উল্লেখ পূর্বক দলীয় ব্যানারে আগামী ১৭ আগষ্ট দলীয় কর্মসূচী পালনের জন্য আহ্বান জানিয়েছেন। জেলা বা উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল কোন ব্যক্তি উক্ত অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়টি নিশ্চিত করে অভিযোগ পত্রে আহুত কর্মসূচী নিয়ে এলাকায় বিশৃংখলা ও সংঘর্ষের আশংকার উল্লেখ করা হয়। বিষয়টি কেন্দ্রিয় ও জেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক উক্ত অভিযোগপত্র দায়ের করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।