ঢাকাTuesday , 16 August 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা ও পুরষ্কার বিতরন

Tito
August 16, 2016 3:50 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ মুলক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী সুবোধ কুমার মন্ডল। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মর্জিনা খাতুন, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রেদোয়ানা তাসনিম অর্পি, ৮ম শ্রেণির ছাত্রী নওশীন জাহান দিবা,৯ম শ্রেণির ছাত্রী মারজানা ও দশম শ্রেণির ছাত্রী আসফিয়া আক্তার বৃষ্টি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রধান অতিথি শোক দিবসে আয়োজিত রচনা,কবিতা আবৃতি ও হামদ-নাথ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন । অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনাতন রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।