ঢাকাThursday , 18 August 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে

Tito
August 18, 2016 2:34 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও শিক্ষার্থীদের মাছে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে মণিরামপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা-১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন ও এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজিত আলোচসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সরবরাহে দেশী ফলের গূরুত্ব বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শুশান্ত তরফদার। অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নাসরিন নাহিদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভন্ন দপ্তরের অফিসারগন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সূধীবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।