ঢাকাFriday , 19 August 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের খেদাপাড়ায় নসিমনের ধাক্কায় গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

Tito
August 19, 2016 6:12 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুরের পল্লীতে সড়ক দূর্ঘটনায় জাকির হোসেন (৩৫) নামের এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা গাঙ্গুলিয়া আমতলা মোড় নামক স্থানে এঘটনা ঘটে। সে কোদলাপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনার দিন বিকেলে গ্রাম্য চিকিৎসক জাকির হোসেন বাইসাইকেলযোগে বাড়ি থেকে আমতলা মোড়ে আসার সময় ঘটনাস্থলে পৌছিলে পুলেরহাটগামী একটি নছিমন তাকে ধাক্কা দিলে সে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার পর ফরিদপুর এলাকায় পৌছিলে তার মৃত্যু হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।