ঢাকাThursday , 8 September 2016
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় নিহত মণিরামপুরের দুই সহোদরের বাড়িতে শোকের মাতম : এলাকায় শোকের ছায়া

Tito
September 8, 2016 3:47 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
সড়ক দুর্ঘটনায় নিহত মণিরামপুরের ব্যবসায়ী দুই সহোদরের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের বড় দুই ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন সত্তোর্দ্ধ পিতা আব্দুস সামাদ সরদার। অপলক দৃষ্টিতে চেয়ে থাকছেন বাড়িতে আসা প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের দিকে। ষাটোর্দ্ধ মা রাশেদা বেগমের আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বার বার মূর্ছা যাচ্ছেন দুই সহোদরের স্ত্রীদ্বয়। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা গোপালপুর গ্রামের আব্দুস সামাদ সরদারের দুই ছেলে গরু ব্যবসায়ী হাদিউজ্জামান (৪২) ও আকতারুজ্জামান (৩৬) পিকআপযোগে দুইটি বড় গরু নিয়ে খুলনার গোহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা নামক স্থানে পৌঁছিলে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি পিকআপটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই সহোদর ও একটি গরুর মৃত্যু হয়। পুলিশ নিহত দুই সহোদরের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।