ঢাকাWednesday , 12 October 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক আফসার আহম্মেদ সিদ্দিকীর আজ ১৪ তম মৃত্যু বার্ষিকী : দোয়া অনুষ্ঠিত

Tito
October 12, 2016 7:46 am
Link Copied!

মনিরুজ্জামান টিটো :
মণিরামপুরের সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক আফসার আহম্মেদ সিদ্দিকীর আজ ১৪ তম মৃত্যু বার্ষিকী। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে ২০০১ সালের ১২ অক্টোবর জীবনযুদ্ধে হেরে যান ভাষা যুদ্ধে বিজয়ী এই বীর সেনানী। দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত থাকা অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বাম রাজনীনিতে হাতে খড়ি দিয়ে ছাত্র ইউনিয়নে যোগদানের মধ্য দিয়ে শুরু করেন রাজনৈতিক জীবন। ৪৮ সালে ছাত্র আন্দোলনে যশোরের যে ক’জন ছাত্র নেতা ভূমিকা রেখেছিলেন আফসার আহম্মেদ সিদ্দিকী তাদের মধ্যে অন্যতম। ছাত্র ইউনিয়নের নেতা থাকাকালীন তিনি ’৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি নেতৃত্ব দেন তিনি। ভাষা আন্দোলনের কিছুদিন পরই তিনি যশোর এম,এম কলেজ (তৎকালীন যশোর কলেজ) এর ছাত্র সংসদের ভিপি নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল সমর্থন লাভ করেন নির্বাচিত হন। এর পরপরই বৃহত্তর যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বৃহত্তর যশোর তথা দক্ষিণাঞ্চলের শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে যশোর বাস শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে শ্রমিক আন্দোলন শুরু করেন। যা পরবর্তীতে পরিবহণ সংস্থা শ্রমিক সমিতি নামে সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর তিনি যোগদেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে। দলটির তৎকালীন জেলা সভাপতির দায়িত্ব পান তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ সালে যশোর পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয় এই রাজনৈতিক। পরবর্তীতে জিয়াউর রহমান বিএনপি গঠন করলে তিনি যোগ দেন বিএনপিতে। বিএনপি’র টিকিটে ১৯৭৮ ও ১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচনে দু’বার যশোর-৫ মণিরামপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মণিরামপুর আসনের সংসদ সদস্য থাকাকালীন যুগান্তকারী উন্নয়ন হয়েছিলো মণিরামপুরের। তৎকালীন সময়ে মণিরামপুরের যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, আঞ্চলিক স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, টিএন্ডটি, ফুড গোডাউন, আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র, পাট বীজ উপকেন্দ্র স্থাপনসহ রাস্তাঘাটের ব্যপক উন্নয়ন হয়েছিলো। মণিরামপুরের সাবেক এই এমপি রাজনৈতিক শেষ জীবনে বিএনপির কেন্দ্রিয় দপ্তর সম্পাদক ও আমৃত্যু ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যশোর নগর বিএনপির বর্তমান সাধারন সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চুর পিতা। আফসার আহম্মেদ সিদ্দিকী স্মৃতি পরিষদের কেন্দ্রিয় মহাসচিব এড. মুজিবুর রহমান জানান, দিবসটি উপলক্ষে বিকেলে মণিরামপুরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। আগামী ২৪ অক্টোবর এ উপলক্ষ্যে কেন্দ্রিয় প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।