ঢাকাMonday , 26 December 2016
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক

Tito
December 26, 2016 5:23 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।

যশোরের মণিরামপুরে ইয়াবাসহ  তিন মাদক কারবারীকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের রোহিতা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন খেদাপাড়া গ্রামের ভুট্টো, গৌউর ও বিকাশ।যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রোহিতা বাজারে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। পরে ওই বাজার থেকে ইয়াবা ব্যবসায়ী ভুট্টো, গৌউর ও বিকাশকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান ইয়াবা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এরা দীর্ঘদিন ধরে স্থানীয় এক জনপ্রতিনিধির আশ্রয়ে থেকে ইয়াবা ব্যবসা করে আসছিল। ডিবি পুলিশের কাছে খবর ছিল এ চক্রের কাছে প্রচুর ইয়াবা রয়েছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদেরকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।