ঢাকাTuesday , 21 February 2017
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালী, দোয়া ও আলোচনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Tito
February 21, 2017 12:14 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥
মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রাত ১২.০১ মিনিটে উপজেলা চত্ত্বরে স্থাপিত কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন, এক মিনিট নিরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সরকারী-বেসরকারি অফিস সমূহ, কর্মকর্তাবৃন্দ প্রভাত ফেরীর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার বেদিত আসেন। পরে বিভিন্ন সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত রাখা হয় ও কালোব্যাচ ধারন করা হয়। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিােগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামীলীগের সিনিয়ার নেতা হাতেম আলী সরদার, আওয়ামীলীগ নেতা ফারুখ হোসেন, এপিপি এড. বশির খান, মিকাইল হোসেন, মুক্তিযোদ্ধা হেরমত আলী, আবুল ইসলাম, ছাত্রলীগ আহ্বায়ক মুরাদুজ্জামান, যুগ্মআহ্বায়ক ফজলুর রহমান, শরীফ, জুয়েল, জনি প্রমূখ। বিকেলে শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে সংশপ্তক শিল্পী সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।