ঢাকাWednesday , 9 January 2019
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে অপহৃত শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, বন্দুকযুদ্ধে অপহরনকারী নিহত, ২পুলিশ আহত

Tito
January 9, 2019 12:43 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ।।
মণিরামপুরে অপহরনের ৩ দিন পর তারিফ হোসেন (৯) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ছিলুমপুর গ্রামের একটি কালভার্টের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার করে। তারিফ উপজেলার ফেদাইপুর গ্রামের কৃষক ছিদ্দিকুর রহমানের ছেলে। সে স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
এর আগে পাঁচ লাখ মুক্তিপণের টাকা দাবি করছিলো অপহরনকারীরা। এই ঘটনায় জড়িত সন্দেহেভাজন বিল্লাল হোসেন (১৫) নামের এক কিশোরকে পুলিশ আটক করে।
তারিফের মামা মাসুম বিল্লাহ বলেন, অনেক খোঁজাখুঁজি করে তারিফকে না পাওয়ায় পরের দিন সোমবার মণিরামপুর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়। এরপর মঙ্গলবার সকালে তারিফদের বাড়ির পাশে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা ছিল ‘তারিফকে আমরা অপহরণ করেছি। পাঁচ লাখ টাকা দিলে তাকে মুক্তি দেব। চিঠিতে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। পরে সেই নম্বরে যোগাযোগ করলে পাশ্ববর্তী কেশবপুর বাজারের একটি বিকাশ এজেন্টের নম্বর দেওয়া হয়। সেই বিকাশ নম্বরে যোগাযোগ করে বিষয়টি এজেন্ট মালিককে খুলে বলা হয়। মঙ্গলবার বিকেলে সেই দোকানে টাকা নিতে আসে বিল্লাল। ওই সময় এজেন্ট মালিক কৌঁশলে বিল্লালকে আটকে রেখে আমাদের খবর দেয়। আমরা মণিরামপুর থানায় যোগাযোগ করলে কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় বিল্লালকে আটক করে থানা পুলিশ। বিল্লাল ছিলুমপুর গ্রামের গোলাম মোস্তফা ওরফে কাঠু মোস্তফার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক বলেন, আটক বিল্লালের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে অপহৃত শিশুকে উদ্ধারের জন্য পুলিশের একটি টিম এলাকায় যাওয়ার সময় সাতনল (খানপুর) জোড়া ব্রিজ এলাকায় ওৎ পেতে থাকা বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। তখন সন্ত্রাসীদের গুলিতে বিল্লাল রক্তাক্ত জখম হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ভোরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় একটি কালভার্টের নিচ থেকে অপহৃত শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
এতে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আরো দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আব্দুর রাজ্জাকের মেয়ে লিমা খাতুন (২০) ও আমিন সরদারের ছেলে মাসুম বিল্লাহকে (৩৫)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।