ঢাকাWednesday , 16 January 2019
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গোয়াল ঘরের সাজাল থেকে ভয়াবহ অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Tito
January 16, 2019 10:43 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥
মনিরামপুরের চিনাটোলা ব্রীজ সংলগ্ন এলাকায় গোয়াল ঘরের সাজাল থেকে ভয়াবহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সংগঠিত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার চিনাটোলা ব্রীজ সংলগ্ন সন্তোষ দেবনাথের গোয়াল ঘরে মশা তাড়ানোর সাজালের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘরের আশেপাশে বিচালী ও শুকনো কাঠের স্তুপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গোয়াল ঘরে থাকা গরু গুলোর দড়ি কেটে দিয়ে নিরাপদে নিতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘন্টা যাবত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।