ঢাকাThursday , 25 July 2019
আজকের সর্বশেষ সবখবর

বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন মাদ্রিদএর বার্ষিক বনভোজন সম্পন্ন

Tito
July 25, 2019 7:33 pm
Link Copied!

মনিরুজ্জামান টিটো : বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন মাদ্রিদএর বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে|স্পেনের সর্ব বৃহৎ সমুদ্র সৈকত ভ্যালেন্সিয়াতে অনুষ্টিত এ বনভোজন বৃহত্তর ফরিদপুর বাসীর এক মিলন মেলায় পরিণত হয় | গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ যখন অতিষ্ঠ স্পেনের স্পেনের জনজীবন, ঠিক তখনই এ বনভোজন সমুদ্রের নোনা জলে একদিনের জন্য প্রশান্তি এনে দেয় |উৎসব আনন্দে মেতে উঠুক ফরিদপুরে তরুণ-যুবকরা | বছরের এই একটা দিন শত ব্যস্ততার মাঝেও প্রিয়জনকে কাছে পাওয়া গল্প -আড্ডা, মেতে থাকা | গত 23 শে জুলাই বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস থেকে সকাল সাতটায় বাস ছেড়ে যায় সমুদ্র বন্দর ভ্যালেন্সিয়ার পথে |বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন সদস্যরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন | যাত্রার প্রাক্কালে এসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘোষণা করেন | অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল কাদের ঢালী, আইয়ুব আলী সোহাগ, জসিম উদ্দিন প্রমুখ | আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ দুলাল সাফা, এক্রামুজ্জামান কিরণ, আবু জাফর রাসেল, জাকিরুল ইসলাম জাকি, এফ এম ফারুক পাভেল সহ অনেকে | সমুদ্র সৈকতে নীল জলরাশি ও ভালুকা মেলায় নানা রকম খেলায় অংশ নেন কাবাডি, কুস্তি, সাঁতার কাটা, রশি টানাটানি, লুকোচুরি সহ শিশু কিশোরদের বিনোদন মূলক খেলা| বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন পক্ষে তরুণ যুবকদের মধ্যে আয়োজকদের মধ্যে ছিলেন, শামীম, সুলতান, পলাশ, করিমখান ,মাসু ,সোহেল ,লোকমান ,শের আলী ,আবু সাইয়েদ ,শহিদুল ,আরিফ হক ,সেলিম খান ,,আজমখান ,,সিরাজুল ,হান্নান প্রমুখ |

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।