ঢাকাMonday , 4 May 2020
আজকের সর্বশেষ সবখবর

যশোরের অভয়নগরে আজ প্রথম একজনের করোনা পজেটিভ

Tito
May 4, 2020 4:09 pm
Link Copied!

এম মিজানুর রহমান (‌লিটন), অভয়নগর (যশোর)।।
অভয়নগরে আজ ০৪/০৫/২০২০ তা‌রিখই প্রথম সত্তর বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা (COVID-19) ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। আজ (৪মে”২০) রাত সাড়ে ৮টার সময় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়। দা‌য়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী জানান উপজেলার পুড়াখালী গ্রামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা পজেটিভ মিলেছে। তিনি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি-কাঁশি রোগে ভূগছিলেন। বেশ কয়েকদিন আগে চিকিৎসা নিতে আসা ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখে কিছুটা সন্দেহ হলে তাকে করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে পরীক্ষার পর জানা যায়, ওই বৃদ্ধের শরীরে করোনা পজেটিভ। সোমবার সন্ধ্যার পর এই রিপোর্টটি হাসপাতাল কর্তৃপক্ষ হাতে পায়। অভয়নগর উপজেলা প্রশাসনসহ হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত করোনা পজেটিভ এই বৃদ্ধ রোগীকে হাসপাতালের আইসোলেশন কক্ষে আলাদাভাবে রেখে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে রোগীর অবস্থা স্বাভাবিক রয়েছে।
ত‌বে আত‌ঙ্কিত না হ‌য়ে সবাই কে স‌চেতন থাকার আহবান জা‌নি‌য়ে‌ছেন অভয়নগর স্বাস্হ‌্য কম‌প্লেক্স কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।