ঢাকাMonday , 11 May 2020
আজকের সর্বশেষ সবখবর

প্রচন্ড ঝড়ে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি

Tito
May 11, 2020 12:03 pm
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
রবিবার (১০ মে) রাতের কালবৈশাখি ঝড়ে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিন রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড় শুরু হয়। তার আগে প্রচণ্ড ভ্যাপসা গরমের পর ইফতারের পরপরই রাজগঞ্জের আকাশে মেঘ জমতে থাকে। এরপর শুরু হয় ঝড়ের তাণ্ডব।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুদ কামাল জানান, প্রচণ্ড ঝড়ে বিদ্যালয়ের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে। এর নিচে পড়ে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল ভেঙ্গে যায়। এতে প্রায় ২০/২৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
এছাড়া রাজগঞ্জ এলাকার মাঠে কেটে রাখা বোরো ধান উড়ে লন্ডভন্ড হয়ে যায়। পাশাপাশি প্রবল ঝড়ে উঠতি ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ আম ঝরে পড়ে। করেনাভাইরাসের কারণে এমনিতেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর ঝড় ও ভারী বর্ষণের ফলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।