ঢাকাFriday , 15 May 2020
আজকের সর্বশেষ সবখবর

ঝাঁপা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা প্রদান

Tito
May 15, 2020 8:33 am
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ।।
রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৩ মে) থেকে এ কার্যক্রম শুরু হয়।
২০২০ সালের জানুয়ারি থেকে জুন, ছয় মাসের ভাতার টাকা প্রায় ১ হাজার ৫০০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ঝাঁপা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে এ টাকা প্রদান হবে।
বুধবার সকালে ভাতা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সচিব এনামুল কবির, সমাজ সেবা অফিসার আইয়ুব হোসেন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগসহ স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।