ঢাকাTuesday , 19 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দু:স্থদের মাঝে সেমাই চিনি বিতরন করলেন প্যানেল মেয়র কামরুল

Tito
May 19, 2020 11:43 am
Link Copied!

আবু বক্কার সিদ্দীক, মনিরামপুর থেকে ॥
মণিরামপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান কামরুল মঙ্গলবার সকালে ব্যক্তিগত অর্থায়নে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার নয়টি ওয়ার্ডের সাড়ে ৮’শ গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি বিতরণ করেছেন। এদিন তাঁর নিজ বাসভবন থেকে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্থান করা তাঁর নিজ ওয়ার্ড মোহনপুর গ্রামের গরিব, দুঃস্থ ও অসহায় পরিবার ছাড়াও পৌরসভার সকল ওয়ার্ডের গরীব,অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য দ্রব্য বিতরণ করেন। এর আগে তিনি অনুরূপ ভাবে পৌরসভার প্রায় সকল ওয়ার্ডের ভ্যানচালক, চায়ের দোকানদার, কুলি ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে নিজস্ব এবং সরকারি অর্থায়নে নগদ টাকাসহ প্রায় ছয় শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। পৌর প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান কামরুল জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রমণের মহামারী দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশেও। যে প্রতিকূলতার মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্থান করা খেটে খাওয়া গরিব, দুঃস্থ, অসহায় পরিবার ছাড়াও ভ্যানচালক, চায়ের দোকানদার, কুলি ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এমনকি তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এমন প্রতিকূলতার পরিস্থিতি মোকাবিলা করার জন্য গত কয়েক দিন পূর্বে আমরা সাধ্য মতো নগদ টাকাসহ চাল ডাল আলু সাবান লবণ পেঁয়াজ বিতরণ করা হয়েছে। আর ঈদুল ফিতরে যাতে গরিব দুঃস্থ অসহায় পরিবার সেমায় খাওয়া থেকে মাহরুম না হয় তার জন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য দ্রব্য দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আমিনুর রহমান, গাজী মেহেদী হাসান, ছাত্রনেতা সাজ্জাত হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।