ঢাকাWednesday , 20 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আটক সেই চাউল নিলামে বিক্রি হল আজ

Tito
May 20, 2020 12:11 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি ।।
কোভিড-১৯ ভাইরাসের মহামারি পরিস্থিতির মধ্যে যশোর জেলার মণিরামপুরে ৫৪৮ বস্তা পাচার হওয়া চাল উদ্ধারের সেই ত্রাণের চাউল নিলামে বিক্রি হয়েছে আজ। মণিরামপুর থানা চত্বরে বসা নিলামে সাড়ে ২৩ টাকা কেজি দরে ১৬.৪৪ মেট্রিকটন (৫৪৮ বস্তা) চাউল তিন লাখ ৮৬ হাজার ৩৪০ টাকায় ক্রয় করেন মেসার্স কবির এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন কবির।
চাউল কিনতে মোট ৯ জন ব্যবসায়ী দর হাঁকান। এসময় মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, জেলা ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, ইন্সপেক্টর সৌমেন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, আদালতের নির্দেশে প্রকাশ্য নিলামের মাধ্যমে সাড়ে ২৩ টাকা দরে উদ্ধার হওয়া ৫৪৮ বস্তা চাল বিক্রি করা হয়েছে। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে পৌরশহরের বিজয়রামপুরের ভাই ভাই রাইস মিলের সামনে থেকে ট্রাক ভর্তি সরকারি চাউল ধরা পড়ে। তখন ৫৫৫ বস্তা (৩০ কেজি করে) সরকারি চাউল উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। পরে ৫৪৯ বস্তা উদ্ধার চালের সিজার লিস্ট করে পুলিশ। ওই সময় মিলের মালিক ও চাউলের ক্রেতা মিল মালিক মামুন হোসেনসহ ট্রাকের চালক ফরিদ আহমেদের নামে মামলা করে মণিরামপুর থানা পুলিশ। পরে মামলাটির তদন্তভার নেয় যশোর জেলা ডিবি পুলিশ। তদন্ত অনুযায়ী চাউল চক্রের সাথে জড়িত শহিদুল ইসলাম নামে এক চাতাল মালিককে আটক করে ডিবি। আটক তিনজনই বর্তমানে জেল হাজতে রয়েছে। অপর জড়িতরা এখনও পলাতক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।