ঢাকাThursday , 16 July 2020
আজকের সর্বশেষ সবখবর

খেদাপাড়া ইউনিয়নে নতুন আরও একজন করোনায় আক্রান্ত

Tito
July 16, 2020 1:32 pm
Link Copied!

নজরুল ইসলাম, খেদাপাড়া থেকে ।।
মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছ। উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সূত্রে জানা যায়, কৃষ্ণবাটী গ্রামের ব্যাংক চাকুরে শিমুল সরকার, পিতা – দুলাল চন্দ্র সরকার, করোনা পজেটিভ । ইউএন ও অফিস, মনিরামপুর, এর নির্দেশনায় তার বাড়িতে লক ডাউন স্টীকার এবং লাল নিশানা টাঙানো হয়েছে। এ সময় অত্র পরিষদের সচিব মৃনাল কান্তি সাহা, দফাদার মোঃ সোহরাব হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ রবীন্দ্রনাথ মন্ডল, গ্রাম পুলিশ মোঃ শহীদুল ইসলাম (৬নং ওয়ার্ড), মোঃ আবু তালেব (২নং ওয়ার্ড) উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করে। ইউপি সচিব এর সাথে কথা হলে তিনি বলেন শিমুল এখন বাড়িতে আছে এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। সে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িটি লকডাউন থাকবে এবং সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।