ঢাকাWednesday , 2 September 2020
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কৃষদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Tito
September 2, 2020 3:33 pm
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি ।।
মণিরামপুরে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বিএনপি’র ৪২-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে পৌরশহরের দক্ষিন মাথায় জাতীয়তাবাদী দলের স্থানীয় শাখা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর জেলা বিএনপিনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ মুছা। উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসাইনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, বিএনপিনেতা ডাঃ আলতাফ হোসেন, বিএনপিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম বজলুর রহমান, বিএনপিনেতা শামসুজ্জামান শান্ত, আলতাফ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না, পৌর বিএনপিনেতা জাহাঙ্গীর বিশ্বাস, যুবদলনেতা মিজানুর রহমান মিজানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ/সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।