ঢাকাSaturday , 5 September 2020
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা ও ফুটবল বিতরণ

Tito
September 5, 2020 12:53 pm
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও ফুটবল বিতরণ করা হয়েছে। মনোহরপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের নিজস্ব অর্থায়নের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ৩৫০টি ফলদ বনজ বৃক্ষের চারা বিতরণসহ সরকারী অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি ফুটবল বিতরণ করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চারা ও ফুটবল বিতরণ করেন নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য। এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, প্রধান শিক্ষক ভবেনন্দ্রনাথ মন্ডল, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ মন্ডল, সাধারণ সম্পাদক প্রভাষক সিদ্দিকুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গাজী আসাদ, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হযরত আলী, ইউপি সদস্য আকাশ মল্লিক, আনিচুর রহমান, কামাল মোড়ল, হাসিনা খাতুন, আসমা বেগম, অনিতা দত্ত, ইউনিয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ও মসজিদ,মন্দির ফলজ ও বনজ চারা সহ ফুটবল বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।