ঢাকাSaturday , 10 October 2020
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

Tito
October 10, 2020 10:03 am
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
ক্রমবর্ধমান নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে মণিরামপুর পৌর শহরে সুশাসনের জন্য নাগরিক(সুজন),কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্লাটফরম,বিকশিত নারী নেটওয়ার্ক,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর পৌরসভার সামনের মেইন সড়কে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম মণিরামপুর উপজেলা কমিটির উপদেষ্টা ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ উপজেলা প্লাটফরম এর আহবায়ক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন। ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ সময় সুজন উপজেলা কমিটির অর্থ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র পিস এ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল, কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম উপজেলা কমিটির সভানেত্রী ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, সুজন উপজেলা কিমিটির সদস্য অশোক কুমার বিশ্বাস। এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাংগাঠনিক সম্পাদক প্রভাষক সঞ্জয় কুমার দে, সদস্য প্রভাষক হাসিনা আক্তার কাকলী, সুরাইয়া নার্গিস, আনন্দ কুমার দেবনাথ, লাভলী খাতুন, মোঃ শফিকুজ্জামান, পৌর কাউন্সিলর শংকরী রানী বিশ্বাস, পৌর কাউন্সিলর পারভিনা আকতার, সমাজকর্মী মহসিন আলী খান, শিক্ষার্থী তাসনিম আহম্মেদ ইমনসহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন। মানববন্ধন কর্মসূচিতে বক্তাগন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারীর প্রতি জঘন্য পৈচাশিক নির্যাতন এবং সেই বিভৎস্য নির্যাতনের ভিডিও চিত্র মিডিয়ায় প্রকাশ করার ন্যায় জঘন্য ন্যাক্কারজনক ঘটনার প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সদাশয় সরকারের প্রতি দৃষ্টি আরোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।