ঢাকাSunday , 31 January 2021
আজকের সর্বশেষ সবখবর

ঝাঁপায় ২ কেজি গাজাসহ ৪ মাদক কারবারি আটক

Tito
January 31, 2021 1:58 pm
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
রাজগঞ্জের ঝাঁপার প্রত্যন্ত এলাকা থেকে ২ কেজি গাজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জের ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বেজিতলা ব্রীজ নামক স্থানে অবস্থান নেন। পরে ব্রীজ পার হওয়ার সময় মদক কারবারিদের আটক করা হয়।
ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানা এলাকার সরবাংহুদা গ্রামের জামাত মোড়লের ছেলে জামাল হোসেন (৪৫), রঘুনাথপুর গ্রামের করিম বক্সের ছেলে আনারুল ইসলাম (৩৫), মানতা গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিৎ বিশ্বাস (২৮) ও ভবেরবেড় গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবুল হোসেন (৪৭)।
আটককৃতদের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মনিরামপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যার নম্বার-১৮ বলে পুলিশ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।