ঢাকাSaturday , 5 June 2021
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের ইউপি সদস্য আমিনুরের মৃত্যু

Tito
June 5, 2021 2:37 pm
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে।।
মণিরামপুর উপজেলার রোহিতা ইউপির ১ নম্বর (পট্টি-সরণপুর) ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান মারা গেছেন। শনিবার (৫জুন) বিকেল ৫টার পর তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী এবং দুই বছর বয়সী জমজ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আমিনুর রহমান সরণপুর গ্রামের মৃত ডা. মোহাম্মদ হোসেনের ছেলে। তিনিও পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন।
আমিনুর রহমান বেশ কিছুদিন লিভার জন্ডিসে ভুগছিলেন। এপ্রিলের মাঝামাঝি তিনি ভারতের ভ্যালোরে ডাক্তার দেখাতে যান। সেখান থেকে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে ঈদের পর বাড়ি ফেরেন আমিনুর। গত তিনদিন ধরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন তিনি।
রোহিতা ইউপির ৬নম্বর ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম মেম্বর আমিনুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।