ঢাকাবুধবার , ১৫ জুন ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

সকল নাগরিকের দায়িত্ব সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রূখে দাড়ানো- মণিরামপুরে জেলা প্রশাসক

Tito
জুন ১৫, ২০১৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
আর মাত্র কয়েক বছর পর ভিশন ফোরটি ওয়ান বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত বিশ্বের একটি দেশে পরিণত হবে। সেদিন আর খুব বেশি দুরে নয়। তখন অন্যদেশ থেকে মানুষ এদেশে আসবে বেড়াতে, আসবে জীবিকার সন্ধানে। শেখ হাসিনা এখন বিশ্বের একটি উন্নয়নের রোল মডেল। তার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। ঠিক তখন দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চায়। দেশের নাগরিক হিসেবে সকলে দায়িত্ব সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রূখে দাড়ানো। বুধবার মণিরামপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার লক্ষ্যে “ভিলেজ ডিফেন্স পার্টি”র উদ্বোধন অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।20160615_141349 স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর থানা পুলিশ আয়োজিত উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার খ’সাকেল বিল্লাল হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সার্বিক ব্যবস্থাপনায় একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লাঠি-বাঁশি তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।