হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ৷৷
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মনোহরপুর তরুণ সংঘ ফুটবল একাদশের তরুন সদস্য আহত মোঃ মাহফুজুর রহমানকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট-২০২১) সকালে আহত মোঃ মাহফুজুর রহমানকে মনোহরপুর গণগ্রন্থাগারের সদস্যবৃন্দ দেখতে যান এবং তার চিকিৎসা খরচ বাবদ নগদ অার্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জালাল-আসাদ-রাজু ক্রিকেট একাডেমির (জারকা) কো-অর্ডিনেটর আসিফ শাহরিয়ার শিহাব, মনোহরপুর গণগ্রন্থাগারের সদস্য তৌসিফ, জুবায়ের হোসেন, জনি প্রমুখ।
উল্লেখ্য- গত সপ্তাহে ফুটবল খেলতে যেয়ে পায়ে আঘাত পেয়ে আহত হয় তরুন ফুটবল খেলোয়ার মোঃ মাহফুজুর রহমান। সে রাজগঞ্জের মনোহরপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে।