ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর দূর্বাডাঙ্গা আ’লীগের শোক দিবস পালন

Tito
আগস্ট ২৯, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

রিপন হোসেন সাজু, মণিরামপুর থেকে।।
যশোরের মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী (শোক দিবস) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় দূর্বাডাঙ্গা বাজারে নির্মাধীন কাঁচা বাজারের চান্দীতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবোধ কুমার সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য,উপজেলা আওয়ামীলীগ নেতা এড. বশির আহম্মেদ খান, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মণিরুজ্জামান মনি। অনুষ্ঠানে প্রধান বক্ততা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ।
তরুন আওয়ামীলীগ নেতা শামিম আক্তারের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বজলুর রহমান টিক্কা, ইউনিয়ন যুবলীগের সভাপতি পংকোজ রাহা মদন, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাতুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান আওয়ামীলীগ নেতা ডা. আতিয়ার রহমান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কালিপদ মন্ডল, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবলীগ কৃষকলীগ নেতা মুজিবুর রহমান, নেতা নজরুল ইসলাম সাগর, জাহিদ হাসান ও আবু সাইদসহ প্রমুখ। সভা শেষে গরীব অসহায় মানষের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।