ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলে যাত্রী বহনে নিষেধাজ্ঞা

admin
জানুয়ারি ২২, ২০১৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।b9623ab0fc5f3941de6f4f8cd9670cd2- নিষেধাজ্ঞা জারির পর সিলেট নগরের চৌহাট্টা এলাকায় মোটরসাইকেল থেকে চালক ছাড়া অন্যদের নামিয়ে দেয় পুলিশ। সিলেটপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রাস্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলা, ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা রোধে ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোটর যান অধ্যাদেশ—১৯৮৩ (৮৮) ধারা মোতাবেক এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের আগে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার এ ধরনের নিষেধাজ্ঞা ও হেলমেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।