যশোরের মনিরামপুরে গতকাল সোমবার রাতে দূর্বৃত্তরা মাছবোঝাই একটি পিকআপভ্যানে হামলা চালিয়ে ভাংচুরের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
জানাযায়, গতকাল সোমবার রাত সাতটার দিকে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে একটি পিকআপভ্যানে মাছ বোঝাই করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে নয়টার দিকে মনিরামপুর পৌরশহরের মনিরামপুর ফিলিং ষ্টেশনের উত্তরপাশে পৌছুলে দূর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুরের পর পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। এ সময় চালক মোশাররফ হোসেন এবং ওজিয়ার রহমান লাফিয়ে নিজেদেরকে রক্ষা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। পিকআপভ্যানের মালিক কেশবপুর উপজেলার বায়সা গ্রামের ওজিয়ার রহমান জানান, দূর্বৃত্তরা রাস্তায় কাঠের গুড়ি ফেলে বেরিকেট দিয়ে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে। মনিরামপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোট একলাখ টাকার ক্ষতি হয়েছে। থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, জামায়াত-শিবিরের ক্যাডাররা এ ঘটনা ঘটাতে পারে।