মনিরামপুরে সোমবার রাতে মাছ বোঝাই পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। মঙ্গলবার জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র শহীদ ইকবাল হোসেন সহ ৪৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বিষ্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মনিরামপুর থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, পৌর সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, , উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদ।