মণিরামপুর উপজেলার ধলিগাতী-সুন্দলপুর আলিম মাদ্রাসার কৃতি শিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রাশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সিটি প্লাজার চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের শিানুরাগী সদস্য আলহাজ্ব ইয়াকুব আলী, মণিরামপুর প্রেসকাবের সভাপতি এস.এম মজনুর রহমান। প্রভাষক মাসুম বিল্লাহ এবং আলী হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্য এস.এম.এ ওয়াদুদ, মাওঃ শিহাব উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, মাওঃ আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আজগর আলী, মাওঃ আনিচুুর রহমান, প্রতিষ্ঠানের দাতা সদস্য জাকির হোসেন পান্নু, প্রভাষক হাসিনা আক্তার কাকলী, মাওঃ শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মাওঃ হারুন-অর-রশীদ, প্রতিষ্ঠানের শিার্থী-অভিভাবকবৃন্দ।