মণিরামপুর উপজেলা আইনশৃংখলা বিষয়ক মাসিক সভায় নিরীহ ব্যাক্তিদের আটক না করে আইনশৃংখলা বাহিনীর প্রতি দাবী উঠেছে প্রকৃত অপরাধীদের ্আটক করতে হবে।মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ উপস্থিত অধিকাংশ বক্তারা আইনশৃংখলা কমিটির সভায় এমন বক্তব্য প্রদান করেন। গত মঙ্গলবার উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আইনশৃংখলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুর থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ, আইনশৃংখরা কমিটির সদস্য কাজী মাহমুদুল হাসান,আরুন কুমার নন্দন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজবা খানম, ইউপি চেয়ারম্যান সরদার বাহদুর আলী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন প্রমূখ।