আগামীকাল যশোর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এ উপলক্ষ্যে অন্যান্য দিনের ন্যায় গতকাল মঙ্গলবার শীর্ষ নেতাদের ব্যানার-ফেষ্টুন নিয়ে বিকেলে সংগঠনটির নেতা কর্মীরা পৌরশহরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিমূলক এক সভা করেন। এ সময় সম্মেলন সফল করতে সার্বিক নির্দেশনা প্রদান করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এসময় দলটির মণিরামপুরের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।