ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বাংলাদেশী বিভিন্ন দেশে ৪৫৭৭ জন গ্রেফতার

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে বসবাস করায় বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ৪ হাজার ৫৭৭ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। দশম সংসদের পঞ্চম অধিবেশনে মঙ্গলবার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের এক প্রশ্নের উত্তরে সংসদকে এ সব তথ্য জানান মন্ত্রী। মন্ত্রীর দেওয়া তথ্যে দেখা যায়, মালয়েশিয়ায় ২ হাজার ১৩১ জন, সৌদি আরবে ৪Bangladesi৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫১ জন, কুয়েতে ৭৫ জন, বাহারাইনে ১৩ জন, ইরাকে ১২০ জন, দক্ষিণ কোরিয়ার ৫ জন, তুরস্কে ১৪ জন, লেবাননে ১০৪ জন, জাপানে ১৩ জন, মালদ্বীপে ৪০ জন, ওমানে ৫০১ জন, মিশরে ২০ জন, ইরানে ১৭ জন এবং বুলগেরিয়ায় ৬ জন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আটক এ সব কর্মীদের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে মুক্ত করে দেশে ফেরত আনা হচ্ছে। এ ছাড়া পাসপোর্ট জটিলতা সংক্রান্ত কর্মীদের আউট পাস প্রদানের মাধ্যমে দেশে ফেরত আনা হচ্ছে। তানভীর ইমামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ২৬ লাখ ৪০ হাজার ৫৩৮ জন কর্মী সৌদি আরবে গেছে। এর মধ্যে ২০১৪ সালে গেছে ১০ হাজার ৬৫৭ জন। বিগত পাঁচ বছরে সৌদি আরব থেকে গড়ে ৩ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জিত হয়েছে। এম এ আউয়ালের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭৬ সালের জানুয়ারি হতে ২০১৫ পর্যন্ত বিশ্বের ১৬০টি দেশে ৯১ লাখ ৭১ হাজার ১৩৯ জন বাংলাদেশী কর্মী গমন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।