যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি-বোমাসহ এক দম্পতিসহ ৬জনকে আটক করা হয়। রবিবার ভোরে শহরের বেজপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি পুলিশ ভোর তিনটার দিকে শহরের বেজপাাড়া আকবরের মোড় এলাকায় নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ দোতলা বাড়িটির নিচতলা থেকে ওই এলাকার ওয়াহেদুজ্জামানের ছেলে রাকিব হাসান (২২) ও তার স্ত্রী মহুয়া (১৮), সদরের চানপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে টিপু সুলতান (৩৪) এবং বেজপাড়া এলাকার পিন্টু (২০), ইয়াসির আরাফাত (২২) ও নাদিম মাহমুদ (২০)-কে আটক করে। তিনি জানান, রাকিব ও পিন্টুর কাছ থেকে দুটি ওয়ান শুটার গান এবং অন্যদের কাছ থেকে ৫টি হাসুয়া, ৭টি বোমা এবং ৬টি বন্দুক ও রিভলবারের গুলি উদ্ধার করা হয়।