মণিরামপুর অফিসঃ
মণিরামপুর উপজেলার পৌর এলাকার তাহেরপুর শ্মশান থেকে ৪ টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশ ককটেল ৪টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার এসআই তাসমীম আলম জানান, যে কোন অপরাধ সংঘটিত করতে সন্ত্রাসীরা ওই ককটেল শ্মশান এলাকায় রেখেছে। শ্মশানের পার্শ¦বর্তী লোকজন জানায়, স্থানীয় কিছু অপরাধীসহ অচেনা লোকজন গভীর রাত পর্যন্ত উক্ত শ্মশান এলাকায় অবস্থান করে থাকে।