মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে প্রস্তুত রাজগঞ্জ অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাথে সাথে প্রস্তুতি নিচ্ছে রাজগঞ্জ অঞ্চলের সকল পেশাজীবি সংগঠন ও রাজনৈতিক দলগুলো। ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনকে স্বরণ করতে রাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারকে ভিন্ন সাজে সাজানো হয়েছে। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম বলেন, সকাল সাড়ে ৬টায় বিদ্যালয় হতে প্রভাতফেরী’র র্যালি বের করা হবে এবং বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ও ফুলের পুষ্পমাল্য দ্বারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হবে।