যশোর সদরের ইছালি ইউনিয়ন
চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশাররফ
হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ
মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের
পাঁচবাড়িয়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা ইনামুল হক জানান, বেলা সাড়ে ১১টার
দিকে কে বা কারা ইউপি চেয়ারম্যান মোশাররফ
হোসেনকে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর
মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করে।
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক
মীর জহুরুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান মোশাররফ
হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।