ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে যুবককে অপহরনের সময় ধারালো অস্ত্রসহ আটক ৬

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুরে এক যুবককে অপহরনের সময় ধারালো অস্ত্রসহ জনতা ৬ অপহরনকারীকে আটকের পর গণধোলায় দিয়ে পুলিশে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক ্অপহরনকারীরা হলো যশোর কোতয়ালীর মাইকপট্টি এলাকার ইনছান আলী মোল্যার ছেলে আবুল কালাম আজাদ (২৫), উপশহর এলাকার আলম হোসেনের ছেলে আমির সোহেল (২৪), কেসমত নওয়াপাড়ার আনোয়ার হোসেনের ছেলে কামরান হোসেন (২৫), ও বিরামপুর এলাকার ফুল মিয়ার ছেলে আসাদুল (২৬), বাঘারপাড়া উপজেলার নাছির হায়দারের ছেলে এনামুল হায়দার (২৪) এবং মণিরামপুর উপজেলার তেঘরী-গোবিন্দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মনির (২৫)। এ সময় কবির হোসেন নামে অপর এক অপহরনকারী অস্ত্রসহ পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, অপহরনকারীরা ৩টি মোটর সাইকেল যোগে মণিরামপুর উপজেলার জামলা গ্রামে প্রবেশ করে। তারা ওই গ্রামের শামছুর গাজীর পুত্র আব্দুস সালাম (২৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরনের চেষ্টা চালায়। এ সময় যুবক সালাম চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে ৬ জনকে আটক করে। এরপর তাদেরকে গণধোলায় দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে জনতার কাছ থেকে তাদেরকে উদ্ধার করেatok_7 মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ আটকদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও ২টি মোটর সাইকেল উদ্ধার করেছে। কিন্তু কি কারণে ওই যুবককে অপহরণ করা হচ্ছিল তা এ রিপোর্ট লেখা পযর্ন্ত পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। তবে এলাকাবাসীর মধ্যে কয়েকজন জানান, সালামের সাথে পূর্ব শত্র“তার জের ধরে উক্ত ঘটনা ঘটতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।