মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জিএম ওমর ফারুকের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃংখলা বিষয়ক সভায় এমন সিদ্ধান্ত গৃহন করা হয়। এছাড়া নিরীহ ব্যক্তিদের হয়রানি না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আইন-শৃংখলা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, প্রবীন ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী, মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রমূখ।