জাতীয়াবাদী মহিলাদল যশোর
জেলা শাখার সাধারণ সম্পাদিকা ও
মনিরামপুর ডিগ্রী কলেজের অধ্যাপক
ফিরোজা বুলবুল কলির স্বামী বিশিষ্ট
ঠিকাদার কবিরুল ইসলাম বাদল ইন্তিকাল
করেছেন। (“ইন্নালিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিঊন”)। বৃহস্পতিবার
রাত আটটার দিকে শহরের কারবালা দক্ষিণ
রোডস্থ নিজ বাসভবনে তিনি ইন্তিকাল
করেন। অধ্যাপক ফিরোজা বুলবুল কলির
স্বামী কবিরুল ইসলাম বাদলের
মৃত্যুতে মনিরামপুর প্রেসক্লাবের প্রচার
সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন গভীর শোক
প্রকাশ করেন, তাঁর বিদাহী আত্মার
মাগফেরাত ও চির শান্তি কামনা করেন,
শোকাহত চিত্তে দোয়া করি আল্লাহ
রাব্বুল আলামীন
কবিরুল ইসলাম বাদলকে বেহেস্থ নসিব করুক
এবং শোকাহত পরিবারের প্রতি গভীর
সমবেদনা রইল। আজ জুম্মাবাদ
কারবালা জামে মসজিদের
সামনে জানাজা শেষে কারবালা সরকারি কবরস্থানে তার
দাফন সম্পন্ন হয়েছে।