গোপন ব্যালটের মাধ্যমে সম্প্রতি মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার পর প্রথম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান। সভা পরিচালনা করেন ও সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রশ্নের উত্তর দেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন। এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম.এ রাজ্জাক, নিছার উদ্দিন খান আজম, প্রতিদিনের কন্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্না, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম-সম্পাদক জিএম ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, সহকারী অধ্যাপক বাবুল আকতার, প্রভাষক সাজেদুর রহমান লিটু, সহকারী অধ্যাপক নুরুল হক প্রমূখ।