জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতীত্বে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের মধ্যেদিয়ে যশোরের মণিরামপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনটি পালন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, আ’লীগ নেতা আতিয়ার রহমান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আ’লীগ নেতা সরদার আলাউদ্দিন, এ্যাড: বশির খান, যুবলীগ সভাপতি সন্দীপ ঘোষ, রুহুল আমিন, ছাত্রলীগ নেতা ফজলুর রহমান প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আ’লীগ নেতা হাসান সরোয়ার।