যশোরের শার্শা উপজেলার কুলপালা ও
পাঁচপুকুর থেকে ১৮শ ১৫ বোতল ফেনসিডিল ও
একটি প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক
করেছে ডিবি পুলিশ। যশোর গোয়েন্দা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামন জানান,
তারা গোপনে জানতে পারেন শার্শা দিয়ে ভারত
থেকে আনা বিপুল পরিমান ফেনসিডিল পাচার
করা হচ্ছে।
এরপর তারা দুপুর ১২ টার দিকে অভিযান
চালিয়ে কুলপালা এবং পাঁচপুকুর
থেকে একটি প্রইভেটকারসহ ৩ মাদক
ব্যবসায়ীকে আটক করেন। তারা হলো শার্শার
রঘুনাথপুর গ্রামের ফারুক হোসেন ও
মাফি এবং প্রাইভেটকারের চালক ফিরোজ হোসেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন
পাচারকারি পালিয়ে যায়।