মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুর লতিফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিক মনিরামপুরের ম্যানেজার মৃদুল কান্তি রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা এস, এ শাহরিয়ার, শিক্ষক শাহজাহান আলী, রিজাউল ইসলাম, জালাল উদ্দীন আহমেদ, সাংবাদিক জি,এম ফারুক আলম প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগী ৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপর দিকে একই দিন সকালে মনিরামপুর সূর্যের হাসি ক্লিনিক কার্য্যালয়ের সামনেও এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার মাহাবুবা খানম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ফ্যামিলিপানিং অফিসার সুফিয়া খাতুন।