ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভোট কেন্দ্রে হামলা মামলা বিএনপি-জামায়াতের ৬১ জনের নামে চার্জশিট

admin
মার্চ ১৩, ২০১৫ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন চলাকালে যশোরের মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও কেন্দ্র বন্ধ করে দেওয়ার মামলায় ৬১জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা বিএনপি ও জামায়াতকর্মী। অভিযুক্তরা হলো উপজেলার শ্রীপুর গ্রামের জহুরুল ইসলাম, হাফিজুর রহমান, জয়পুর গ্রামের রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম, প্রতাপকাঠি গ্রামের আবু বক্কার মোড়ল, জয়পুর গ্রামের হানিফ আলী, দুর্গাপুর গ্রামের খাইরুল ইসলাম, ফতেয়াবাদ গ্রামের আব্দুর রব, সুবলকাঠি গ্রামের ইস্রাফিল, এড়েন্দা গ্রামের রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, রাশিদুল ইসলাম, মোস্তাকিন, জিন্নাহ আলী, রাজবাড়িয়া গ্রামের আজগর আলী, শাহজাহান, জাহাঙ্গীর হোসেন, আগরহাটি গ্রামের শরিফুল ইসলাম, হাকোবা গ্রামের হাদিউজ্জামান, পেয়ারাতলা গ্রামের মকলেছুর রহমান, বিপ্রকোনা গ্রামের মুজিবুর রহমান, লাউকুন্ডা গ্রামের আতিয়ার রmamlaহমান, কোনাখোলা গ্রামের সিদ্দিকুর রহমান, আফজাল, আমিনপুর গ্রামের আব্দুল হামিদ, ফতেয়াবাদ গ্রামের মফিজুর রহমান, বাঙ্গালীপুর গ্রামের মোমিন উদ্দিন, বুলবুল হোসেন, বিল্লাল, হেলাঞ্চী গ্রামের হাশেম আলী, সাতগাতি গ্রামের রফিকুল ইসলাম, হোগলাডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমান, জালঝারা গ্রামের আনিছুর রহমান, সুন্দলপুর গ্রামের ওমর ফারুক, আফজাল হোসেন, রাজ আহমেদ, লিটন, খেদাপাড়া গ্রামের হারেজ, নেহালপুর গ্রামের কায়ছেদ মোল্লা, হারুন-অর-রশিদ, মনোহরপুর গ্রামের মাসুদ মোল্লার ছেলে, কদমবাড়িয়া গ্রামের খলিলুর রহমান, মুন্সিখানপুর গ্রামের আব্দুস সাত্তার, আগরহাটি গ্রামের আব্দুল হান্নান, দীঘিরপাড় গ্রামের ডা. মিজানুর রহমান, মোক্তার আলী, বিপ্রকোনা গ্রামের আতিয়ার রহমান, তেঘড়ি গ্রামের আব্দুর রহিম, গোবিন্দপুর গ্রামের মশিয়ার রহমান, হাসাডাঙ্গা গ্রামের জসিম উদ্দিন, ষোলখাদা গ্রামের বিল্লাল, সৈয়দ মাহামুদপুরের ফজলু গাজী, শ্যামকুড় গ্রামের সলেমান, খাটুয়াডাঙ্গা গ্রামের মুজিবর রহমান, রায়হান, আলাউদ্দিন, দুর্গাপুর গ্রামের আব্দুল হাশেম, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আলম গাজী ও আব্দুল কাদের। মামলার বিবরণে জানা যায়, ৫ জানুয়ারি সকাল ৮টায় ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বেলা পৌনে ১২টায় বিএনপি-জামায়াতকর্মীরা জোট বেধে ভোটকেন্দ্রে হামলা চালায়। তারা কেন্দ্রে ভাঙচুর করে এবং ভোটগ্রহণ বন্ধ করে দেয়। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিয়ার রহমান ৮ জানুয়ারি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান আহমেদ তদন্ত শেষে ঘটনার সাথে ৬১জনের জড়িত থাকার প্রমাণ পান। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযুক্তদের বিএনপি ও জামায়াতকর্মী উল্লেখ করা হয়েছে।———সূত্র গ্রামের কাগজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।