ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

দেশের সুষম উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা উল্লেখযোগ্য -এমপি স্বপন ভট্টাচার্য্য

admin
মার্চ ১৩, ২০১৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রতিটি এলাকার সুষম উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনষিকার্য্য উল্লেখ করে যশোর-৫ (মণিরামপুর) সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি কঠিন কাজ সহজে বাস্তবায়িত হয়। স্বাধীনতার ৪৪ বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে আজ প্রভূত উন্নতি সাধিত হয়েছে। শুক্রবার বিকালে মণিরামপুর প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেmp-press-13ন। প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় সাংসদ আরো বলেন, দেশের জনগন এ মুহুর্তে একটি কঠিন সময় পার করছে। অজানা আতংঙ্কে ব্যহত হচ্ছে লেখাপড়া, ব্যবসা বানিজ্য। তিনি বলেন, লাখো শহীদের রক্তে পাওয়া এ স্বাধীন দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের। সুতরাং ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক , সুশীল সমাজ, আম জনতা সকলকেই যার যার অবস্থানে থেকে এসব ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সময় এখন। রাজনৈতিকভাবে অশান্ত মণিরামপুর শান্ত রাখতে পারায় সাংবাদিকদের পক্ষ থেকে সাংসদকে ধন্যবাদ জানানো হয়। সভায় জনপ্রতিনিধি-সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারন মানুষের কল্যানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মণিরামপুর প্রেসক্লাবের নামে সরকারীভাবে বরাদ্ধকৃত জমি উদ্ধারসহ সাংবাদিকদের নানা দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে এমপি স্বপন ভট্টাচার্য্য সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এম.এ রাজ্জাক, সাবেক সভাপতি আলহাজ্ব নিছার উদ্দীন খান আজম, দৈনিক গ্রামের কন্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্না, অধ্যাপক আব্বাস উদ্দীন, অধ্যাপক আব্দুল আলীম, অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, আসাদুজ্জামান রয়েল সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, অধ্যাপক সাজেদুর রহমান লিটু, এস.এম সিদ্দিক, অশোক বিশ্বাস প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।