রোববার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় মণিরামপুর উপজেলায় ১’শ ৬৩ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেনপুলে ৫৭জন ও সাধারন গ্রেডে ১’শ ৬ জন। সেরা রেজাল্টের স্বীকৃতি পেয়েছে প্রতিভা বিদ্যা নিকেতন। ১ জানুয়ারী ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ১ম বছরেই প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশগ্রহনকারী ২৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৯ জন ট্যালেনপুল ও ০৩ জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করে। অপর দিকে মণিরামপুর সরকারী প্রভাতী বিদ্যাপীঠে পরীক্ষায় অংশ গ্রহনকারী ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ০৪ জন ট্যালেনপুলে ও ০২ জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠার ১ম বছরে প্রতিভা বিদ্যা নিকেতনের এমন রেজাল্টে যেমন ভাবে খুশি হয়েছেন শিক্ষার্থীরা তেমনি ভাবে উদ্বেলিত শিক্ষক-শিক্ষিকারা।