ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আবারও অসহায়-গরিবদের দুম্বার মাংস হরিলুট

admin
মার্চ ১৬, ২০১৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলায় দুম্বার মাংস নিয়ে হরিলুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসহায় গরিবদের পাওনা উক্ত মাংস বিশেষ ব্যক্তিদের ফ্রিজে রাখাসহ পিকনিক করা হয়েছে বলেও অভিযোগ। জানাযায়, অন্যান্য বারের ন্যায় এবারও সৌদি সরকার বাংলাদেশে পাঠিয়েছে দুম্বার মাংস। দেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় গতকাল সোমবার ভোরে যশোর জেলা প্রশাসকের দপ্তর থেকে মণিcropped-Monirampur-P-e1418391271234.gifরামপুর উপজেলা প্রশাসন দু’শত ক্যাটুন মাংস বুঝে নেয়। এরপর ওই দুম্বার মাংস ঘটনাস্থল থেকে মণিরামপুর উপজেলার কয়েকটি এতিমখানায় এক ক্যাটুন করে দেয়া হয়। এছাড়া উপজেলার ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে কিছু মাংস যশোর থেকে প্রদান করা হয়। বাকী দুম্বার মাংস প্রাইভেট ও মাইক্রোযোগে আনা হয় মণিরামপুর পৌর শহরে। অভিযোগ উঠেছে উক্ত মাংস অসহায়-গরিব মানুষের মাঝে বিতরন না করে প্রশাসনের কিছু কর্মকর্তা এবং বিশেষ ব্যক্তিরা ভাগ বাটোয়ারা করার পর গোপনীয় একাধিক ফ্রিজে রেখেছে। পাশাপাশি ওই দুম্বার মাংস দেয়া হয়েছে বিপদগামী কিছু যুবকদের হাতে। তারা ওই মাংস দিয়ে পৌর এলাকার কয়েকটি স্থানে পিকনিক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, কয়েক বছর পূর্বে উক্ত দুম্বার মাংস মণিরামপুর উপজেলা পরিষদের চত্বর থেকে ছিনতাই এবং ভাগ বাটোয়ারা হওয়ার ঘটনা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়। সে কারনে মণিরামপুর উপজেলার অসহায় মানুষদের পাওনা দুম্বার মাংস যশোর জেলা প্রশাসকের কার্যলয় থেকে বন্টন করা হয়। কিন্তু লুট করলে কে ঠেকাই এমন অভিযোগ সচেতন ব্যক্তিদের। প্রতিবারেই উক্ত দুম্বার মাংস এমনিভাবে হরিলুট হয়ে থাকে। এ ব্যাপারে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মণিরামপুরের জন্য দু’শত ক্যাটুন মাংস বরাদ্ধ হয়েছে। উক্ত মাংস বিতরনে কোন অনিয়ম বা ভাগ বাটোয়ারা হয়নি বলে তিনি দাবী করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।